" ইতিহাস" এই বিষয়টি যেকোনো চাকরির পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। সেই কথা মাথায় রেখেই আজকের আমাদের এই পোস্ট।
আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্তপূর্ণ কিছু ইতিহাস বিষয় থেকে প্রশ্নোত্তর এই পর্বে আলোচনা করা হলো।
1। "পাক ই স্থান" শব্দের অর্থ কি?
উঃ পবিত্র ভূমি
2। দিল্লি ষড়যন্ত্র মামলার মূল আসামিকে ছিলেন?
উঃ বসন্ত বিশ্বাস
3। কোন মামলায় অরবিন্দের জেল হয়?
উঃ আলিপুর বোমা মামলা
4। "গদর" শব্দের অর্থ কি?
উঃ বিপ্লব
5। বাঘাযতীন কোন যুদ্ধে মারা যান?
উঃ বুড়িবালামের যুদ্ধে
6। "কদম্ব"বংশের প্রতিষ্ঠাতার নাম কি?
উঃ মৌর্য শর্মা
7। "কাকোরি" ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে?
উঃ রামপ্রসাদ বিসমিল
8। মুঘল আমলে কোন স্থান জরির কাজের জন্য বিখ্যাত ছিল?
উঃ ফৈজাবাদ
9। "ওয়াভেল পরিকল্পনা" কবে ঘোষিত হয়?
উঃ ১৯৪৬ সালে
10। "দ্বৈত শাসন" কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ক্লাইভ
Download this PDF: Click Here to Download
Size : 310 kb
Join Our Telegram : Click Here
Our Facebook Page: Click Here
